পাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ কমিটি অনুমোদন করেন।
গতকাল শনিবার ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুছ ছাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে আজিজুল হক জিহাদীকে সভাপতি, আহমেদ সোহাগ বিশ্বাসকে সাধারণ সম্পাদক ও একরামুল হক লিমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নির্দেশ অনুযায়ী গত ২ সেপ্টেম্বর ২০১৬ পাবনা শহরের দোয়েল সেন্টারে ছাত্রদল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রতিনিধিদের সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়।
নব-নির্বাচিত নেতাদের আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় সংসদের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে অধীনস্থ সব সাংগঠনিক ইউনিটের কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ বি এম ফজলুর রহমান, পাবনা