সন্ধ্যার মধ্যে হরতাল প্রত্যাহারের আহ্বান শিক্ষামন্ত্রীর
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ শনিবার সন্ধ্যার মধ্যে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। চট্টগ্রামে এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের পর ২০-দলীয় জোটের প্রতি তিনি এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী আজ সকালে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। তিনি ২০ দলের উদ্দেশে বলেন, ‘চলমান এসএসসি পরীক্ষার দিনগুলো ছাড়া অন্য সময় যেকোনো কর্মসূচি দিতে পারেন।’
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় শিক্ষাসচিব, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও জেলা প্রশাসক মন্ত্রীর সঙ্গে ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, তাঁর সময়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো প্রতিবছর নির্দিষ্ট তারিখে শুরু করার ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু এবারই সে ব্যবস্থার ব্যত্যয় ঘটেছে। বর্তমানে অস্বাভাবিক পরিস্থিতিতে পরীক্ষা শুরু করতে হয়েছে।
হরতাল-অবরোধ আর আন্দোলনের নামে সহিংসতার কারণে পরীক্ষা গ্রহণ চ্যালেঞ্জ হয়ে পড়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘হিংস্রতার মাঝে ছেলেমেয়েদের ঠেলে দিতে পারি না।’
২০-দলীয় জোট নতুন করে ৭২ ঘণ্টার হরতাল ডাকায় রোববার অনুষ্ঠেয় ইংরেজি প্রথম পত্র ও মঙ্গলবারের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা দুটি নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। শিক্ষামন্ত্রীর আহ্বানে ২০ দল সাড়া না দিলে পরীক্ষা দুটির ব্যাপারে আজই সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।