এনটিভি সমাজের দর্পণ হিসেবে কাজ করছে : তথ্যমন্ত্রী
এনটিভির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী (৩ জুলাই, সোমবার) উপলক্ষে এক বাণীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এনটিভি ২০ বছর পূর্ণ করে ২১ বছরে পদার্পণ উপলক্ষে এনটিভি পরিবারকে এবং এনটিভির সমস্ত দর্শক-শ্রোতাদের অভিনন্দন জানাই।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, এনটিভির ২০ বছরের পথচলায় সমাজের দর্পণ হিসেবে কাজ করার চেষ্টা করেছে। সেই সাথে বাঙালি সংস্কৃতি লালন করার চেষ্টা করেছে। গণমাধ্যম সমাজ গঠনে ও রাষ্ট্র গঠনে সমাজের তৃতীয় নয়ন উন্মোচনে এবং সর্বোপরি জাতি গঠনে বিরাট ভূমিকা রাখতে পারে।
ড. হাছান মাহমুদ আরও বলেন, এনটিভির কাছে আমার প্রত্যাশা থাকবে, এনটিভি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে অবিরাম পথ চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে অভাবনীয় উন্নয়ন হচ্ছে; সেই উন্নয়নের পথ ধরে বাংলাদেশকে ২০৪১ সাল নাগাদ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তর করতে পারি এবং মুক্তিযোদ্ধাদের স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছাতে পারে সেই লক্ষ্য নিয়ে কাজ করবে। সমাজ, দেশ ও জাতি গঠনে কাজ করবে। নতুন প্রজন্মকে আরও প্রত্যয়ী করার ক্ষেত্রে কাজ করবে। বিনোদনের পাশাপাশি তাদের এ দায়িত্বগুলো এনটিভি পালন করবে, এটি আমার প্রত্যাশা।