স্ত্রী হত্যায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
ময়মনসিংহে স্ত্রী হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকের্যাপিড অ্যাকশন ব্যালিয়নের (র্যাব-১৪) অধীন সিপিএসসির একটি টিম গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার রাতে (২৬ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে তাঁকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৪ কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় এক ই-মেইল বর্তায় এ খবর জানিয়েছেন।
ই-মেইল বর্তায় জাননো হয়, জেলার ফুলপুরের জাহিদা খাতুন (২২) হত্যার ঘটনায় ২১ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো ফজলুল হক। তাঁকে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ই-মেইল বর্তায় র্যাব আরও জানায়, জাহিদা খাতুনের গ্রেপ্তার করা ব্যক্তির ১০ বছরের বিবাহিত জীবনে ঝগড়া-বিবাদ ও কলহ লেগেই থাকত। যে কারণে ভিকটিম তাঁর তিন সন্তানসহ কাজিয়াকান্দা এলাকার একটি রাইস মিলে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ২০০২ সালের ১২ অক্টোবর বাড়ি ফেরার পথে তাঁকে ভুল বুঝিয়ে রাইস মিলের অপর পাশে সুলতানার বাড়িতে নিয়ে যান। ১৩ অক্টোবর রাত ৩টার দিকে আসামি তাঁর স্ত্রী জাহিদা খাতুনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৭ অক্টোবর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিমের মা মোছা. জমিলা খাতুন বাদী হয়ে ময়মনসিংহের জেলার ফুলপুর থানায় একটি হত্যা মামলা করেন। ২০১০ সালের ৭ মার্চ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
ই-মেইল বর্তায় জানানো হয়, আসামিকে আদালতে সোর্পদ করার জন্য ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।