মানিকগঞ্জে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দুজন গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/08/20/maanikgnyj_thaanaa.jpg)
মানিকগঞ্জ সদর থানায় আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনের পর উদ্ধার হওয়া তিনটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার দুই যুবককে হাজির করা হয়। ছবি : এনটিভি
মানিকগঞ্জ থেকে চুরি হওয়া তিনটি মোটরসাইকেল ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য আব্বাস উদ্দিন ও জব্বার মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার (২০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ সদর থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্ধার হওয়া তিনটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩০ জুন রাতে মানিকগঞ্জ শহরের পোড়রা এলাকা থেকে মোটরসাইকেলগুলো চুরি হয়। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হলে পুলিশ অভিযানে নামে। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় চোরাই মোটরসাইকেল এর সন্ধান পায়। পরে শনিবার রাতে অভিযান চালিয়ে চুরি যাওয়া তিনটি মোটরসাইকেলসহ চোরচক্রের দুজনকে আটক করা হয়।