যশোর জেনারেল হাসপাতালে হামলার শিকার তিন সাংবাদিক
ডেঙ্গু রোগীর তথ্য সংগ্রহ করতে গিয়ে যশোর জেনারেল হাসপাতালে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক এক সাংবাদিককে পুলিশের হাতে তুলে দেন। আজ রোববার (২৭ আগস্ট) দুপুরে এ হামলার শিকার হন সাংবাদিকরা।
আজ দুপরে ডেঙ্গু রোগীর তথ্য সংগ্রহ করতে হাসপাতালে যান একাত্তর টিভির যশোর প্রতিনিধি এস এম ফরহাদ, একাত্তর টিভির ক্যামেরাম্যান শাহারুল ইসলাম ফারদিন ও বিটিভির যশোর প্রতিনিধি ওহাবুজ্জামান ঝণ্টু। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ কয়েকজন চিকিৎসক ও কর্মচারীকে ডেকে এনে তাদের ওপর হামলা চালান। একপর্যায়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক একাত্তর টিভির ক্যামেরাপারসন শাহারুল ইসলাম ফারদিনকে ধরে পুলিশের হাতে তুলে দেন। ঘটনা জানাজানি হলে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
স্থানীয় সাংবাদিকদের কয়েকটি সংগঠনের নেতারা তাৎক্ষণিকভাবে জরুরি সভায় বসেন। এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
বর্তমান তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ এই হাসপাতালে যোগদানের পর থেকে হাসপাতালটির চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ে। নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হতে থাকে। এ কারণে তিনি স্থানীয় সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ হওয়ায় এ হামালার ঘটনা ঘটান।