রাজধানীতে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ নিহত চার
রাজধানীর মিরপুরে জমে থাকা বৃষ্টির পানিতে হেঁটে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। মিরপুর মডেল থানার হাজিরোড সংলগ্ন ঝিলপাড় বস্তির পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাতে এ তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।
নিহতরা হলেন—মো. মিজান (৩০), তার স্ত্রী মুক্তা (২৫) ও তাদের সাত বছর বয়সী মেয়ে লিমা। এ তিনজন একই পরিবারের সদস্য। এছাড়া অনিক নামে আরও একজন মারা যান।
ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘মিরপুরের হাজিরোড সংলগ্ন ঝিলপাড় বস্তির পাশের সড়কে প্রচণ্ড বৃষ্টিতে জমে থাকা পানিতে হেঁটে যাওয়ার সময় একই পরিবারের তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাদের বাঁচাতে গিয়ে অনিক নামে আরও এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকেই মৃত ঘোষণা করেন।’
মোহাম্মদ মহসিন আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে—মিজান, মুক্তা ও লিমা তিনজন একই পরিবারের। অনিক নামের ওই ব্যক্তি তাদের বাঁচাতে গিয়েছিল। কোনো কারণে বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়ে জমে থাকা পানিতে পড়ায় এমন ঘটনা ঘটেছে।’
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাজধানীতে বজ্রপাতসহ মুষলধারে বৃষ্টি হয়। এতে রাজধানীর প্রধান সড়কগুলোসহ অলিগলি বৃষ্টির পানিতে তলিয়ে যায়। অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর কারণে যানবাহন চলাচল ব্যাহত এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়।