ঢাকা কলেজে সাংবাদিক নির্যাতন, অধিকার পরিষদের প্রতিবাদ
ছাত্র অধিকার পরিষদের দাবি, ছাত্রলীগ দেশের শিক্ষাঙ্গন, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ জিম্মি করে রেখেছে। গণমাধ্যমও আজ তাদের হাতে বন্দি। গত বুধ ও বৃহস্পতিবার ঢাকা কলেজে দুই সাংবাদিককে ছাত্রলীগের নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আজ রোববার (১ অক্টোবর) রাতে সংগঠনটির দপ্তর সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহর পাঠানো এক বিবৃতিতে এই দাবি করা হয়।
বিবৃতিতে ঢাকা কলেজে নির্যাতনের ঘটনার বর্ণনায় বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর ঢাকা কলেজের সাংবাদিক ফয়সালকে ছাত্রলীগের নির্যাতনের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশে সহায়তা করার অভিযোগ এনে সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক ওবায়দুর সাঈদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতারা। খবর পেয়ে ১৮ ঘণ্টা পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে যায়।
বিবৃতিতে বলা হয়, এর আগে গত বুধবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মীসভা বাস্তবায়নে গেস্ট রুমে মিটিং ডাকেন শহীদ ফরহাদ হল ছাত্রলীগ কর্মীরা। ওই সময় ঢাকা কলেজের ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের আবাসিক শিক্ষার্থী ও সাংবাদিক ফয়সাল আহমেদ রিডিং রুমে থাকায় এবং গেস্ট রুমে যেতে দেরি হলে ছাত্রলীগের কর্মীরা তার ওপর নির্যাতন চালায়। পরে ছাত্রলীগের কয়েকজন কর্মী তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে।
অভিযুক্তদের বিচারের দাবি জানিয়ে সংগঠনটি বলছে, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মনে করে, এমন আচরণ মানবাধিকার লঙ্ঘন ও বাকস্বাধীনতার হরণের বহিঃপ্রকাশ। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর সুষ্ঠ বিচার ও দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছে।