পরকীয়া প্রেমিকাকে পেতে মিশুকচালক হত্যা
পরকীয়া প্রেমিকাকে কাছে পেতে সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা মহল্লার অটোমিশুকচালক মোতালেব হোসেনকে (৩০) হত্যা করা হয় বলে স্বীকার করেছেন গ্রেপ্তার হওয়া তিন যুবক। হত্যাকাণ্ড ব্যবহৃত চাকু, লাল সুতা, আসামির ফেলে যাওয়া স্যান্ডেল ও আটোমিশুকটিও উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম (ওসি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া যুবকরা হলেন সদর উপজেলার আলোকদিয়ার গ্রামের আব্দুস সালাম সরকারের ছেলে সুমন সরকার (২৭), ধিতপুর কানু গ্রামের মৃত আজিজুল হকের ছেলে তরিকুল ইসলাম (২৭) ও পৌর এলাকার গয়লা মহল্লার গোলাম হোসেনের ছেলে ওয়াজেদ শেখ (২৭)।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার করা ওয়াজেদ শেখ তাঁর বন্ধু সুমন ও তরিকুলকে নিয়ে পরকীয়া প্রেমিকা বিউটি খাতুনকে পাওয়ার জন্য তাঁর স্বামী মোতালেব হোসেন সাগরকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর সদর উপজেলার বহুলী ইউনিয়নের রঘুরগাতী গ্রামের একটি ফসলি জমির মধ্যে মরদেহ ফেলে রেখে অটোমিশুক নিয়ে চলে যায় তারা। এ ঘটনায় নিহত সাগরের বাবা সাইফুল ইসলাম ভুইয়া বাদী হয়ে গত ২৮ সেপ্টেম্বর সদর থানায় মামলা করেন। গতকাল সোমবার রাতে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাঁরা পুলিশের কাছে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।