মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইরে মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের খোলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া বলেন, ‘হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের খোলাপাড়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। ওই মোটরসাইকেলচালকের নাম শহিদুল ইসলাম (৩৫)। তিনি সদর উপজেলার বাড়াইভিকড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।’
মো. সুমন মিয়া আরও বলেন, ‘মাইক্রোবাসটি হেমায়েতপুর থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল আর শহিদুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে হেমায়েতপুরের দিকে যাচ্ছিলেন। মাইক্রোবাসের চালক ইসমাইল হোসেন (৩০) আমাদের হেফাজতে আছেন। মাইক্রোবাসটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।’
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, মোটরসাইকেলের চালক নির্দিষ্ট লেন দিয়ে কম গতিতে যাচ্ছিলেন। তবে মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে উল্টো লেন দিয়ে দ্রুত গতিতে আসায় এ দুর্ঘটনা ঘটে।
মাইক্রোবাসের চালক ইসমাইল দাবি করেন, একটি হ্যালোবাইককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়েছে, এটি একটি দুর্ঘটনা।