স্বাধীন রাষ্ট্রগঠন ছাড়া ফিলিস্তিন সংকটের সমাধান নেই : ছাত্র ইউনিয়ন
স্বাধীন রাষ্ট্রগঠন ছাড়া ফিলিস্তিন সংকটের সমাধান নেই বলে মনে করছে ছাত্র ইউনিয়ন। তারা আজ শনিবার (১৪ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি জানান। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও পেশাজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি দীপক শীলের সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক লাভলী হকের সঞ্চালনায় সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য পরেশ কর, সাংবাদিক নেতা মুঞ্জুরুল আহসান বুলবুল, ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের শিক্ষক কাবেরী গায়েন, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য লাকী আক্তার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ঢাকা মহানগর সংসদের সাংগঠনিক সম্পাদক মুশিকুল শিমুল, দৈনিক সারাবাংলার বার্তা সম্পাদক রহমান মোস্তাফিজ, খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য শ্যামল বিশ্বাস, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন, জাসদ ছাত্র লীগ সভাপতি গৌতম শীল, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহকারী সাধারণ সম্পাদক প্রিতম ফকির, ঢাকা মহানগর সংসদের সভাপতি শাহরিয়ার ইব্রাহিম, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাংস্কৃতিক সম্পাদক সুবেহ সাদিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক আলিফ রায়হানসহ প্রমুখ।
সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘মার্কিন সাম্রাজ্যবাদের মুখে বিশ্বব্যাপী জাতিগুলোর কণ্ঠস্বরকে উপেক্ষা করে, একটি দৃঢ় অবস্থানের উদ্ভব হয়। আমরা ফিলিস্তিনি জনগণের স্ব-নিয়ন্ত্রণ এবং একটি স্বাধীন রাষ্ট্রের জন্য ন্যায্য আকাঙ্ক্ষার সঙ্গে একাত্মতা প্রকাশ করি। স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠন ও সম্পূর্ণ ভূখণ্ড ফিরিয়ে দেওয়া ছাড়া এই সংকটের সমাধানের নেই।’

এনটিভি অনলাইন ডেস্ক