নিজের দোকানে পড়ে ছিল স্বেচ্ছাসেবক লীগনেতার দেহ
লক্ষ্মীপুরে নিজ দোকান থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেখান থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে। পুলিশের ধারণা, অতিরিক্ত মাদক সেবনের কারণে সুমনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ অক্টোবর) বিকেলে পৌরসভার বাঞ্চানগর এলাকার তার নিজের দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম আবদুল্লাহ আল নোমান সুমন ক্বারী (৪২)। তিনি সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ক্বারী বাড়ির মৃত আমির হোসেন ডিলারের ছেলে।
পুলিশ সূত্রে যায়, গত বৃহস্পতিবার বাসা থেকে বের হন সুমন। এরপর থেকে আর বাসায় ফেরেননি তিনি। মুঠোফোনে বারবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
আজ বিকেলের দিকে প্রতিবেশীরা দোকানটিতে উঁকি দিয়ে দেখার চেষ্টা করে। এ সময় তাকে পড়ে থাকতে দেখে ডাকাডাকি করে তারা। পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে এসে দোকানের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সোহেল রানা এ বিষয়ে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে, সুমন মাদকসেবী ছিলেন। অতিরিক্ত মাদক সেবনের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।’