সাভারে বাসে আগুন, আটক ২
অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার (১ নভেম্বর) সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে একটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে আটক করেছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা দীপক চন্দ্র সাহা এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হচ্ছেন আব্দুল আলিম (৪২) ও মো. সোহেল (২৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মধুমতি মডেল টাউন এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি রেস্টুরেন্টের সামনে রেখে দেওয়া বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় আরও বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করে তারা।
স্থানীয়রা জানায়, বিভিন্ন স্লোগান দিয়ে অবরোধের সমর্থনে ৫০ থেকে ৬০ জনের একটি মিছিল আসে। তারা ঢাকা-গাইবান্ধা রুটে চলাচলকারী রিমি পরিবহণের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে থেমে থাকা আরও বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা চালায় তারা।
সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটি পুড়ে যায়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী জানান, ঘটনাস্থল থেকে আটক দুজন বাসে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

জাহিদুর রহমান