বরিশালে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল
বরিশালে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে নগরের কাশিপুর এলাকায় মহানগরের আহ্বায়ক কমিটির সদস্য আফরোজা নাসরিনের নেতৃত্বে এ বিক্ষোভ করা হয়।
মিছিলে সরকারের পদত্যাগ ও নির্বাচন বাতিলের দাবিতে স্লোগান দেওয়া হয়। পরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন মিছিলকারীরা।
বরিশাল বাস মালিক সমিতি জানায়, সকাল থেকে দূরপাল্লার কোনো বাস চলছে না। অভ্যন্তরীণ রুটে বাস চলছে, তবে যাত্রী সংকট রয়েছে। বেশ কয়েকটি বাসের নির্ধারিত যাত্রা বাতিল করতে হয়েছে।
লঞ্চের মালিক ও কর্মচারীরা জানান, দূরপাল্লার লঞ্চ চলাচল করছে না। এ ছাড়া যাত্রী সংকটে অনেক লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে। নিরাপত্তার জন্য লঞ্চ টার্মিনালে দায়িত্ব পালন করছে কোস্ট গার্ড ও নৌ পুলিশ।
নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিপুল পুলিশ রয়েছে জানিয়ে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
এর আগে সোমবার রাতে নগরের রুপাতলী এলাকায় একটি ট্রাকে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। পরে ট্রাকটিতে আগুন দেওয়ার সময় পুলিশ এলে তারা পালিয়ে যায়।