বরিশালে বিএনপির চার নেতা স্থায়ী বহিষ্কার
বরিশাল-৫ (সদর) আসনে নৌকা ও স্বতন্ত্রপ্রার্থীর পক্ষে নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করায় বিএনপির চার নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী এনায়েত হোসেন বাচ্চু।
বিএনপির বহিষ্কৃত নেতারা হলেন চন্দ্রমোহন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা সিরাজুল হক হাওলাদার, একই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল করিম তুহিন, সদর উপজেলা কমিটির সদস্য চরবাড়িয়া ইউনিয়নের পারুল বেগম ও চরবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল খান।
দলীয় তথ্য মতে, বহিষ্কার হওয়া সিরাজুল হক দুই বছর আগে বিএনপির সমর্থনে স্বতন্ত্রপ্রার্থী হয়েছিলেন। সেই নির্বাচনে তিনি জয়লাভ করে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে তিনি বর্তমানে বরিশাল-৫ আসনের নৌকার প্রার্থীর সমর্থক। তাই সিরাজুলকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া একই আসনের স্বতন্ত্রপ্রার্থীর পক্ষে নির্বাচনি কাজ করায় বাকি তিনজনকে বহিষ্কার করা হয়।