সারা দেশে বিএনপির কালো পতাকা মিছিল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/01/26/natore_bnp_pic.jpg)
রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ ২৬ ও আগামীকাল ২৭ জানুয়ারি সারা দেশে কালো পতাকা মিছিল করার ঘোষণা দেন।
রিজভী বলেন, ‘সরা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব নেতার মুক্তি, সব মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং সংসদ ভেঙে দেওয়ার দাবিতে কালো পতাকা মিছিল করবে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে আজ কালো পতাকা মিছিল করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সারা দেশে থেকে এনটিভির প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
মিজানুর রহমান, ঝিনাইদহ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সকাল সাড়ে ১১টায় ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের সামনে থেকে জেলা বিএনপি একটি মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মডার্ন মোড়ে গিয়ে শেষ হয়।
কালো পতাকা মিছিলে জেলা বিএনপি, উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। পরে মডার্ন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বিএনপির নেতাকর্মীদের নামে সব মামলা প্রত্যাহার, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বর্তমান সংসদ বাতিল করার দাবি জানান।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/01/26/jhenidah_bnp_news_pic.jpg)
এম. আর. মুর্তজা, মাদারীপুর
মাদারীপুরেও কালো পতাকা মিছিল করেছে জেলা বিএনপি। মিছিলটি আজ সকাল সাড়ে ১০টার দিকে শহরের রেন্ডিতলা এলাকা থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে ব্যানার, ফ্যান্টুন ও কালো পতাকা হাতে নিয়ে অংশগ্রহণ করেন কয়েকশ নেতাকর্মী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক জামিনুর রহমান মিঠু ও মিজানুর রহমান, জেলা যুবদলের সভাপতি ফারুক ব্যাপারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি জাকির হোসেন প্রমুখ
মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ করে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির উপগণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
বক্তারা বলেন, ‘আজ বাংলাদেশে দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি। দেশের গরিব দুঃখী মানুষ ভালো নেই। তাঁরা কোনো রকম কষ্টে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। এই সরকার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে আমাদের এই আন্দোলন।’
এ সম্পর্কে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘বিএনপির কর্মসূচি চলাকালীন কোনো বাধা সৃষ্টি হয়নি। তারা শান্তিপূর্ণভাবে একটি মিছিল করে। এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তাই পুলিশ সার্বক্ষণিত তাদের নজরদারিতে রাখে।’
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
জয়পুরহাটেও কালো পতাকা মিছিল করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে ১২টায় জয়পুরহাট চিনিকল এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের রেলগেট সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব প্রমুখ উপস্থিত ছিলেন।
মো. মাসুদ পারভেজ, নোয়াখালী
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী জেলা বিএনপিও কালো পতাকা মিছিল করেছে।
আজ সকালে মাইজদী পৌর বাজারের সামনে কালো পতাকা মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
এ সময় জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ভজন দাস, নেত্রকোনা
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায়ও জেলা বিএনপি কালো পতাকা মিছিল
করেছে দলটি। আজ সকালে পৌর শহরের বনোয়াপাড়া এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক ড. আনোয়ারুল হকের নেতৃত্বে কালো পতাকা মিছিলটি বের হয়।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান খান পাঠান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/01/26/netrakona_pic_b_n_p-kalo_potaka.jpg)
শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জেও কালো পতাকা মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। আজ বেলা ১১টায় ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আবার কলেজ মাঠে এসে মিছিলটি শেষ হয়।
মিছিলপূর্ব সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান রানা প্রমুখ।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/01/26/sirajgonj_bnp_photo.jpg)
রশিদ আল মুনান, পিরোজপুর
পিরোজপুরে কালো পতাকা মিছিল করেছে জেলা বিএনপি। আজ সকালে বিএনপির আয়োজনে তাদের দলীয় কার্যালয় থেকে একটি কালো পতাকা মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দামোদর ব্রিজে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।
পথসভা উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁন, পৌর বিএনপির আহ্বায়ক শেখ শহিদুল্লাহ শহীদসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছসেবকদল ও ছাত্রদলের নেতারা।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দাম যা দেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এছাড়া সরকার বিএনপির নেতাকর্মীদের গায়েবি মামলা দিয়ে কারাবন্দি করে রেখেছে।
এ সময় বক্তারা কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি ও সংসদ বাতিল করে পুনরায় সব দলের অংশ গ্রহণে সংসদ নির্বাচনের দাবি জানান।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/01/26/pirojpur_photo_-_bnp.jpg)
আসমাউল আসিফ, জামালপুর
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে জামালপুরেও কালো পতাকা মিছিল করেছে জেলা বিএনপি।
শহরের দড়িপাড়া বাইপাস মোড় থেকে কালো পতাকা নিয়ে মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে বিসিক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বক্তব্য রাখেন।
এ সময় ওয়ারেছ আলী মামুন বলেন, ৭ জানুয়ারির নির্বাচন দেশের জনগণ মেনে নেয়নি। অবিলম্বে এই অবৈধ সংসদ বাতিল করতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সব আন্দোলন সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/01/26/jamalpur_bnp_pic.jpg)
কর্মসূচিতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।