রাজধানীর শাহবাগে তিন ছিনতাইকারী গ্রেপ্তার
রাজধানীর শাহবাগ এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত তিনটি ছুরি উদ্ধার করা হয় বলে জানিয়েছে বাহিনীটি।
আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পলাশ (১৯), মোহাম্মদ গাজী (১৯) ও জাহাঙ্গীর হোসেন (১৯)।
র্যাব কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার ছিনতাইকারী। তারা বেশ কিছুদিন ধরে শাহবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিলেন। তারা পথচারীদের ধারালো ছুরির ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মুঠোফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করতেন।’
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা করা হয়েছে বলেও জানান আমিনুল ইসলাম।