হিলি স্থলবন্দর দিয়ে এই প্রথম ভারত থেকে নারিকেল আমদানি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/02/23/hili.jpg)
ভারত থেকে নারিকেল আমদানি করার পর বন্দরের ওয়্যারহাউজে বাংলাদেশি ট্রাকে খালাস করা হচ্ছে। ছবি : এনটিভি
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে এই প্রথম ভারত থেকে নারিকেল আমদানি করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ভারতের তামিলনাড়ু থেকে ভারতীয় দুটি ট্রাকে ৫০ মেট্রিক টন নারিকেল আমদানি করা হয়।
প্রতি মেট্রিক টন নারিকেল ২৫০ মার্কিন ডলারে আমদানি করা হয়। বন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স নাসাত ট্রেডার্স এই নারিকেল আমদানি করে।
বন্দরের আমদানিকারক নুর ইসলাম বলেন, বাংলাদেশে নারিকেলের ব্যাপক চাহিদা রয়েছে। সেই বিবেচনায় ভারতের তামিলনাড়ু থেকে ভারতীয় দুটি ট্রাকে মোট ৫০ মেট্রিক টন নারিকেল আমদানি করা হয়েছে। বন্দরের কার্যক্রম শেষে করে এই সব নারিকেল দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/02/23/hili-2.jpg)
হিলি স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তারা জানান, প্রথম হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে নারিকেল আমদানি হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় দুটি ট্রাকে ৫০ মেট্রিক টন নারিকেল আমদানি হয়।