ফরিদপুরে ফেনসিডিলসহ তিন যুবক আটক
ফরিদপুরের নগরকান্দায় একটি পরিবহণ থেকে ফেনসিডিলসহ তিন যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে জেলার নগরকান্দা উপজেলার জয়বাংলা বাসস্ট্যান্ড এলাকায় একটি পরিবহণে অভিযান চালিয়ে তাদের আটক করে পরদিন শুক্রবার দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
আটকরা হলেন- জেলার ভাঙ্গার হাসামদিয়া এলাকার শাওন আহম্মেদ (৩৭), একই উপজেলার ভাংগা টাউন হাসামদিয়া এলাকার সাজ্জাদ হোসেন (৩৯) ও যশোরের বেনাপোল উপজেলার পুটখালী এলাকার জাহিদ হাসান(২৪)।
আটকের সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, নগরকান্দার জয়বাংলা বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে নব্বই বোতল ফেনসিডিলসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আতাউর রহমান বাদী হয়ে নগরকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন।
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের এ ধারা আরও জোরদার করা হবে বলে জানান শামীম হোসেন।