গৃহকর্মীর মৃত্যু : সাংবাদিক আশফাকের মামলার প্রতিবেদন ১৬ মে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/04/17/cmm.jpg)
গৃহকর্মীর ‘অবহেলাজনিত মৃত্যু’র অভিযোগে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে করা মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ মে ধার্য করেছেন আদালত।
আজ বুধবার (১৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এই আদেশ দেন। আজ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন দিন ধার্য করেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
নথি থেকে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনের নবম তলা থেকে পড়ে প্রীতি ওড়ান নামে এক কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়। ১৫ বছর বয়সী ওই কিশোরী ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজ করতেন। তার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিত্তিঙ্গা গ্রামে।
এ ঘটনায় মৃত গৃহকর্মী প্রীতির বাবা লুকেশ ওড়ান সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দণ্ডবিধির ৩০৪ (ক) ধরায় অভিযোগ আনা হয়েছে।