রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান মারা গেছেন

রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান ৭১ বছর বয়সে মারা গেছেন। তিনি ছিলেন কিংবদন্তি ডব্লিউ ডব্লিউ ই রেসলার এবং অভিনেতা, যিনি বহু মানুষের কৈশোরে বিনোদন জুগিয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) ডব্লিউডব্লিউই তাদের ‘এক্স’ (সাবেক টুইটার) পেজে এই রেসলারের মৃত্যুর খবর ঘোষণা করেছে।
ডব্লিউডব্লিউই-এর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “ডব্লিউডব্লিউই হল অফ ফেমের হাল্ক হোগানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।” এতে আরও বলা হয়, “পপ সংস্কৃতির অন্যতম পরিচিত ব্যক্তিত্ব হোগান ১৯৮০-এর দশকে ডব্লিউডব্লিউই-কে বিশ্বব্যাপী পরিচিতি অর্জনে সহায়তা করেছিলেন।” ডব্লিউডব্লিউই তার পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছে।
হাল্ক হোগানের জীবনী ও কর্মজীবন
হাল্ক হোগানের আসল নাম টেরি বোলিয়া। তিনি ১৯৮০ ও ৯০-এর দশকে পেশাদার রেসলিংয়ের অন্যতম বৃহৎ তারকা ছিলেন এবং ব্যাপক খ্যাতি অর্জন করেন। ১৯৫৩ সালে জন্মগ্রহণ করা টেরি বোলিয়া, ১৯৮০ ও ৯০-এর দশক জুড়ে পেশাদার রেসলিং জগতে রাজত্ব করেন। এরপর তিনি চলচ্চিত্র এবং পরবর্তীতে রিয়েলিটি টিভিতে কাজ শুরু করেন।
১৯৭৭ সালে রেসলিংয়ে তার যাত্রা শুরু হয়। ১৯৭৯ সালে তিনি ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনে (বর্তমানে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট, ডব্লিউডব্লিউই) যোগ দেন, যদিও অল্প সময়ের জন্য ১৯৮১ সালে তিনি সেখান থেকে চলে যান। ১৯৮৫ সালে নিউইয়র্কে প্রথম রেসলম্যানিয়াতে তিনি ও মিস্টার টি পল ওরন্ডর্ফ এবং রডি পাইপারকে পরাজিত করেন।
১৯৯০-এর দশক জুড়ে হোগান রেসলিং রিংয়ে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। এরপর তিনি ‘মিস্টার ন্যানি’ ও ‘সাবার্বান কমান্ডো’ সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন।
হোগান ২০০৫ সালে ডব্লিউডব্লিউই হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন (এবং পরবর্তীতে ২০২০ সালে এনডব্লিউও-এর সদস্য হিসেবে আবারও)। কিন্তু একটি ভিডিও টেপে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগে ২০১৫ সালে তার ডব্লিউডব্লিউই চুক্তি বাতিল করা হয় এবং হল অফ ফেম থেকে তাকে বাদ দেওয়া হয়।

২০১৮ সালে, কোম্পানি তাকে হল অফ ফেমে ফিরিয়ে আনে, যেখানে বলা হয় যে তিনি দ্বিতীয় সুযোগের যোগ্য। তবে, দ্য নিউ ডে এবং টাইটাস ও নিল সহ বেশ কিছু ডব্লিউডব্লিউই সুপারস্টার তার এই পদক্ষেপ সহজে ভুলে যাওয়ার বিষয়ে আপত্তি জানান।
সাম্প্রতিক বছরগুলোতে হোগানকে ট্রাম্পের জনসভা এবং গত বছরের মার্কিন নির্বাচনি প্রচারে দেখা গেছে। আন্দ্রে দ্য জায়ান্টকে পরাস্ত করার তার ভিডিও রেসলিং ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ তার সেই টাইটেল তিন বছরেরও বেশি সময় ধরে টিকে ছিল।