কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে তানিম আহমেদ সিফাত (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে কামরাঙ্গীরচর পুরাতন পুলিশ ফাঁড়ির পাশে নিহত সিফাতের নানিরবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের আপন বড় ভাই তামিম আহমেদও আহত হয়েছেন। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন।
নিহতের স্বজনদের দাবি, মামা রাকিবুল হাসান রাকিবের ছুরিকাঘাতে সিফাত নিহত হয়েছেন। সিফাত কেরাণীগঞ্জ জিনজিরা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার জামিল হোসেন গণমাধ্যমকে বলেন, আমার তিন ছেলে এক মেয়ে। মেজ ছেলে সিফাত ও বড় ছেলে তামিম। রাজধানীর কামরাঙ্গীরচরে সিফাতের নানির বাসার পাশেই তাদের অপর মামা রিপনের ইলেকট্রিক সামগ্রীর দোকান আছে। সেখানে আমার দুই ছেলে কাজ করে। যতটুক জানা গেছে, কামরাঙ্গীরচরে বাসার ভেতরেই আরেক মামা রাকিবের ছুরিকাঘাতে সিফাত মারা গেছে। ঘটনার সময় ভাইকে বাঁচাতে গিয়ে আমার আরেক ছেলে (সিফাতের বড় ভাই) তামিম আহত হয়।
জামিল আরও বলেন, সিফাতের মামা অর্থাৎ, আমার শ্যালক রাকিব দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। তবে, আজকে কী কারণে আমার ছেলেকে হত্যা করেছে এখনও জানতে পারিনি।
বাচ্চু মিয়া জানান, কামরাঙ্গীরচর থেকে দুই ভাইকেই আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সিফাতকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর আহত তামিম হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।