হেরোইন রাখার দায়ে ট্রাকচালকসহ তিনজনের যাবজ্জীবন
সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে এক ট্রাকচালক ও হেলপারসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) জেবুন্নেছা এ তথ্য নিশ্চিত করে জানান, বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বাশতলীপাড়া গ্রামের শরিফুল ইসলাম (৩০), চাঁপাইনবাবগঞ্জ জেলার আলী নগর এলাকার বিল্লাল হোসেন (২৬) ও একই এলাকার হাসান আলী (২০)।
এজাহারসূত্রে জানা যায়, ২০২০ সালের ৬ ডিসেম্বর সকালে সলঙ্গা থানা এলাকায় বিশেষ টহল ডিউটি করছিল সিরাজগঞ্জ র্যাব-১২ সদস্যরা। দুপুরে র্যাব জানতে পারে, কয়েকজন মাদক ব্যবসায়ী রাজশাহী থেকে একটি ট্রাকে করে হেরোইন নিয়ে ঢাকা যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের বিসমিল্লাহ হোটেলের সামনে চেকপোস্ট বসিয়ে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০০ গ্রাম হেরোইনসহ ট্রাকচালক, হেলপারসহ তিনজনকে আটক করা হয়।
এ ঘটনায় র্যাব-১২-এর উপসহকারী পরিচালক (ডিএডি) সেলিম পারভেজ বাদী হয়ে মামলা করেন। মামলার স্বাক্ষ্যপ্রমাণ শেষে আজ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক।