খিলগাঁওয়ে দেওয়াল ধসে ব্যবসায়ীর মৃত্যু
রাজধানীর খিলগাঁওয়ে নির্মাণাধীন একটি ভবনের দেওয়াল ধসে দাউদ সরকার নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১০ মে) বিকেলে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। দিনগত রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ শনিবার ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য জানান।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দাউদ সরকার নরসিংদী সদরের চরদুগুনী গ্রামের জালাল উদ্দিন সরকারের ছেলে। তিনি খিলগাঁও নন্দীপাড়ায় ভাড়া থাকতেন।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে দাউদ সরকার কিডনির সমস্যায় ভুগছিলেন। ডাক্তারের পরামর্শে প্রতিদিন বিকেলে ব্যায়াম করতে বের হতেন তিনি। গতকালও বিকেলের দিকে ব্যায়াম করতে বের হন। নন্দীপাড়া ত্রিমোহনী জোড়ভিটা হাজীবাড়ি সংলগ্ন নির্মাণাধীন বাড়ির দেওয়াল ধরে ব্যায়াম করার সময় সেটি তার ওপরে ধসে পড়ে। এতে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। আশপাশের লোকজন উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।