রামপুরায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ
ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রিকশাচালকরা। আজ সোমবার (২০ মে) সকালে রামপুরা এলাকায় অবরোধ করে তারা। বিক্ষোভ শুরুর এক ঘণ্টা পর তারা সড়ক ছেড়ে দেন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ওসি মো. মশিউর রহমান জানান, রিকশাচালকরা রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এর ফলে সড়কটির দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। তবে, এক ঘণ্টা পর যখন সড়ক ছেড়ে দেয়, তারপর থেকে যানজট স্বাভাবিক হতে থাকে।
মশিউর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই সড়কে তীব্র যানজট দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। উপায় না পেয়ে অনেকে পায়ে হেঁটে, কেউ কেউ আবার বিকল্প উপায়ে গন্তব্যে যাচ্ছেন।
এ ছাড়া সকালে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকার হাজীনগর ব্রিজের ওপরও বিক্ষোভ করেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। বিক্ষোভের সময় বেরিকেড দিয়ে সড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ডেমরা ট্রাফিকের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, রিকশাচালকরা হাজীনগর ব্রিজ এলাকায় বিক্ষোভ করেছে। এখন কিছু লোকজন আছে। বাকিরা চলে গেছে। তবে তারা প্রধান সড়কে আসতে পারেনি।
একই দাবিতে গতকাল রোববার রাজধানীর মিরপুর-১০ ও কালশীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এসময় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।