পিকআপ ভ্যান উল্টে প্রাণ গেল একজনের, হাসপাতালে সাতজন
বান্দরবানে শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান উল্টে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও সাত শ্রমিক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কক্সবাজারের চকরিয়া হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ বুধবার (২২ মে) সকালে জেলার লামায় উপজেলার বদরটিলা এলাকায় এ ঘটনা ঘটে। ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মফিজ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহত শ্রমিকের নাম মো. জাহাঙ্গীর (২২)।
ফাইতং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, ১৫ জন শ্রমিক পিকআপ ভ্যানে করে লামার গজালিয়া ইউনিয়নে যাচ্ছিল। বদরটিলা এলাকায় পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পিকআপ ভ্যানটি। এ সময় ভ্যানটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই একজন মারা যায়। আহত সাত জনকে চিকিৎসার জন্য চকরিয়া হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনায় হতাহত শ্রমিকরা চকরিয়া হারবাং লালব্রিজ এলাকার বাসিন্দা। তবে তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি।
ইনচার্জ মো. মফিজ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।