ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষিকার মৃত্যু, স্বামী হাসপাতালে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/06/nilphamari_pic.jpg)
নীলফামারীর সদরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষিকা সুফিয়া বানুর (৪০) মৃত্যু হয়েছে। এ সময় ওই শিক্ষিকার স্বামী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে শহরের ইটাখোলা সিংদই বসুনিয়াপাড়ার হাতিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুফিয়া দুহুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং কচুকাটা ঘোনপাড়ার আব্দুল হাইয়ের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেলে ওই শিক্ষিকা স্কুল থেকে তাঁর স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ওই সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা মাটিতে পড়ে যান। এ সময় সুফিয়া বানু ঘটনাস্থলেই মারা যান। তাঁর স্বামীকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চালক ও ট্রাকটিকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিক্ষিকার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।