গোপালগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/07/gopaalgnyj.jpg)
‘উন্নয়ন, শান্তি ও নিরপেক্ষতার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহযোগিতায় শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামহ তিনটি রুমে দিনব্যাপী বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানির সভাপতিত্বে জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সদর উপজেলার বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এসএম মডেল গভর্নমেন্ট মডেল স্কুল, রাবেয়া আলী বালিকা স্কুল এন্ড কলেজ, যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়, শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, জেলা প্রশাসন স্কুল ও কলেজ এবং গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা প্রথম রাউন্ড, সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ডে যথাক্রমে ‘রাজনৈতিক সদিচ্ছাই দুর্নীতি দমনে মুখ্য ভূমিকা রাখতে পারে’, ‘দুর্নীতি দমনে জনগণের অংশগ্রহণ নয়, দুদকের ভূমিকাই মুখ্য’ এবং ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দুর্নীতিই একমাত্র অন্তরায়’ বিষয়গুলোর উপরে তর্ক যুদ্ধে অংশগ্রহণ করেন। বিচারক হিসেবে ছিলেন সরকারি বঙ্গবন্ধু কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হামীমুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম তালুকদার ও দুদক, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আফসার উদ্দিন।
ফাইনাল রাউন্ডে বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়ের চমৎকার ও বুদ্ধিদীপ্ত যুক্ত-তর্ক উপস্থাপন শেষে যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বিকেলে দুর্নীতি দমন কমিশন, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমানের সভাপতিত্বে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মেজর (অব.) সরদার নুরুল ইসলাম।
গোপালগঞ্জ জেলা দুদকের সহকারী পরিচালক বিজন কুমার রায়, উপ-সহকারী পরিচালক মো. আল-আমিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক, সিনিয়র সদস্য নরেশ চন্দ্র দাস, সবিতা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। সৎ ও লোভহীন জীবনে অভ্যস্ত হতে হবে। ক্লাসে সময় দিতে হবে, পড়াশোনায় মন দিতে হবে। বাল্যবিবাহ ও মাদক থেকে দূরে থাকতে হবে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট, দুর্নীতি দমন ও প্রতিরোধে আমরা আপসহীন।