বেনজীরের সাভানা পার্কের পুকুর থেকে মাছ চুরি, দুদকের মামলা
সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের গোপালগঞ্জে বহুল আলোচিত জব্দকৃত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের পুকুর থেকে মাছ চুরির অভিযোগে পার্কের মৎস্য হ্যাচারি কর্মকর্তা সফিকুল ইসলামের নামে মামলা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে সফিকুল।
আজ শনিবার (৮ জুন) দুর্নীতি দমন কমিশন (দুদক) গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে মাছ চুরির প্রচেষ্টায় পার্কের মৎস্য হ্যাচারি কর্মকর্তা সফিকুল ইসলামকে প্রধান আসামি করে গোপালগঞ্জ সদর থানায় এ মামলাটি দায়ের করেন (মামলা নং ১৯, তাং০৮/০৬/২৪)।
দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান জানান, শুক্রবার রিসোর্টে রিসিভার নিয়োগ প্রক্রিয়া চলা অবস্থায় রিসোর্টের অভ্যন্তরের ২৮টি পুকুরের মধ্যে একটি পুকুর থেকে মাছ চুরির সংবাদ পান তারা। সেখানে দুদক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে মাছ ধরা অবস্থায় জেলেরা জানায়, পার্কের মৎস্য হ্যাচারি কর্মকর্তা সফিকুলের নির্দেশে মাছ ধরেছেন তারা। পরে সেখানে গিয়ে ৫৫৫ কেজি তেলাপিয়া ও কাতল মাছ জব্দ করে রাতেই তা নিলামে ৮৩ হাজার ৭৫৪ টাকায় বিক্রি করা হয়। মাছ বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা করা হবে বলে জানান দুদক কর্মকর্তা মো. মশিউর রহমান।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মিজ বাবলী শবনম, গোপালগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান জানান, সাভানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্কের পুকুর থেকে মাছ চুরির ঘটনায় রিসোর্টের মৎস্য কর্মকর্তাসহ অজ্ঞাত কয়েকজনের নামে মামলা করেছে দুদক। প্রধান আসামি সফিকুলকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।