রাজধানীতে কাভার্ডভ্যান কেড়ে নিল প্রকৌশলীর প্রাণ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/26/accident-ntv.jpg)
রাজধানীর বাড্ডা এলাকায় মালবাহী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আরাফাত নামের এ মোটরসাইকেল আরোহী পেশায় একজন প্রকৌশলী ছিলেন। গতকাল মঙ্গলবার (২৫ জুন) রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আজ বুধবার বেলা ১১টার দিকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন গাজী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত প্রকৌশলী আরাফাত হোসেন নড়াইল সদরের বাহিরগাঁও গ্রামের আব্দুর রব শিকদারের ছেলে।
ওসি ইয়াসিন গাজী জানান, কুড়িল বিশ্বরোড যাওয়ার পথে বাড্ডা এলাকায় একটি মালবাহী কার্ভাডভ্যান পেছন থেকে আরাফাত হোসেনের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, ঘটনায় পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে যাওয়ায় চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।