ঢাকাসহ চার জেলায় কারফিউ ১১ ঘণ্টা শিথিল
ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে আজ রোববার (২৮ জুলাই) থেকে তিন দিন ১১ ঘণ্টা করে কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল শনিবার রাতে রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতির উন্নতি হওয়ায় কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে। আজ রোববার সকাল ৭টা থেকে কারফিউ শিথিল থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘যেহেতু ক্রমান্বয়ে আইনশৃঙ্খলা ভালোর দিকে যাচ্ছে, সেজন্য আমরা সান্ধ্য আইন বা কারফিউ আরেকটু শিথিল করতে যাচ্ছি। ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় আগামী রোববার, সোমবার ও মঙ্গলবার কারফিউ অব্যাহত থাকবে, কিন্তু এই জেলাগুলোতে কারফিউ শিথিল থাকবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।’