বায়তুল মোকাররম থেকে মুসল্লিদের গণমিছিল
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিল। ছবি : ফোকাস বাংলা
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হামলায় জড়িতদের বিচারের দাবিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে গণমিছিল করছেন মুসল্লিরা। যদিও তাতে পুলিশি বাধার অভিযোগ উঠেছে। এরপর পল্টনে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে সচিবালয়ের কোণে অবস্থান নেন তারা।
আজ শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর দুপুর ২টার দিকে মুসল্লিদের এই মিছিলটি শুরু হয়। সরেজমিনে দেখা গেছে, মিছিলের একটি অংশ সচিবালয়ের কোণ থেকে শাহবাগের দিকে যাচ্ছে। মিছিলের সামনের সারিতে ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের নেতাদের দেখা যায়।
এ সময় মিছিল থেকে কোটা আন্দোলনে নিহতদের হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান ভেসে আসে।

নিজস্ব প্রতিবেদক