‘অমুসলিম ভাইদের নিরাপত্তায় জীবন বাজি রাখবে ছাত্র-জনতা’
আওয়ামী স্বৈরাচার দেশে সনাতন ধর্মের ওপর হামলা করে নতুন ষড়যন্ত্র করছে দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আক্তার হোসেন বলেছেন, আমরা ছাত্র-জনতা অমুসলিম ভাইদের নিরাপত্তায় জীবন বাজি রাখবে। তিনি বলেছেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী স্বৈরাচার যে নতুন ষড়যন্ত্র শুরু করেছে, তা বাস্তবায়ন হতে দেওয়া হবে না।
আজ সোমবার (১২ আগস্ট) বিকেল ৪টার পর বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শুরু করেন শিক্ষার্থীরা। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন। সেই সমাবেশে এসব কথা বলেন আক্তার।
আক্তার হোসেন বলেন, আওয়ামী স্বৈরাচার দেশে হিন্দু ভাইদের হামলা করে নতুন ষড়যন্ত্র করছে। আমরা ছাত্র-জনতা অমুসলিম ভাইদের নিরাপত্তায় জীবন বাজি রাখব। ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী স্বৈরাচার নতুন ষড়যন্ত্র শুরু করেছে। এ সময়ে আমরা বসে থাকব না। ৫ আগস্টের মতো নতুন করে আমরা ১৫ আগস্ট সব ক্যু আমরা প্রতিহত করব। প্রয়োজনে মাসের পর মাস রাস্তায় থাকব কোনোমতে দেশের এ আন্দোলন ব্যর্থ হতে দেব না।
পরে বিচার ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।