সাভারে জামাল গোলদার হত্যা মামলায় ৩ আসামি কারাগারে
ঢাকার সাভারে জামাল গোলদার হত্যা মামলায় তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকার জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিন এই আদেশ দেন।
এদিন আদালতে তারা আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। এরপরে বিচারক শুনানি শেষে জামিন নাকচ করে কারাগারে প্রেরণের আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন—ফোরকান হাকিম, লোকমান হাকিম ও গোফরান হাকিম।
বাদী পক্ষের আইনজীবী আল মামুন রাসেল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের পর আসামিদের ক্ষমতার কারণে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ করেনি। পরে আদালতে মামলা দায়ের করি।
নথি থেকে জানা গেছে, গত বছরের ১৬ সেপ্টেম্বর ভিকটিম জামাল গোলদার নিহত হয়। অতঃপর আসামিরা ভুক্তভোগীকে ময়নাতদন্ত করতে না দিয়ে ভুক্তভোগীর ভাই ইমরান গোলদার ও ভিকটিমের পরিবারকে ভুল বুঝিয়ে হার্ট স্টোকের কথা বলে অতি দ্রুত দাফন করতে বাধ্য করে। ভিকটিমের পরিবারের থানায় মামলা করতে গেলে তাদের রাজনৈতিক ক্ষমতার কারণে থানা মামলা গ্রহণে অস্বীকৃতি জানায় এবং ঘটনাকে স্বাভাবিক ঘটনা সাব্যস্ত করে লাশ দাফনের জন্য বাধ্য করে।
পরবর্তীতে ভিকটিমের ভাই ইমরান গোলদার বাদী হয়ে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সিআর মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সাভার থানাকে নির্দেশ প্রদান করে। পরে তদন্ত কর্মকর্তা আদালতের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রাটের উপস্থিতিতে দাফনের ২২ দিন পরে লাশ উত্তোলন করে। পরবর্তীতে নিহত ব্যক্তির ময়না তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করে আদালতে প্রতিবেদন দাখিল করে। পরে বিচারক মামলাটি এফআইআর (প্রাথমিক তথ্য বিররণী) হিসাবে গ্রহণ করার জন্য নির্দেশ দেন। এ ঘটনার পরে আসামিরা হাইকোর্ট বিভাগ থেকে আগাম জামিন নিয়ে ভিকটিম ও তার পরিবারের উপর হুমকি দেয় ও ভিকটিমের ছেলে রিয়াদুল ইসলামকে মেরে ফেলার জন্য মারধর করে।