আ. লীগনেতা আহমদ হোসেন ও সোহায়েল চার দিনের রিমান্ডে

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। ফাইল ছবি
যুবদলনেতা নবীন তালুকদারকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলের চার দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার (২১ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাছান তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এদিন আসামিদের উপস্থিতিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নথি থেকে জানা গেছে, গত মঙ্গলবার (২০ আগস্ট) রাতে মোহাম্মদ সোহায়েলকে বনানী থেকে ও আহমদ হোসেনকে গুলশান এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাদের নিরাপত্তার স্বার্থে রাতে ডিবি কার্যালয়ে রাখা হয়।