ত্রাণের গাড়ি আটকে দাবি আদায়ের আন্দোলনকারীরা জাতির শত্রু : হাসনাত আব্দুল্লাহ
গণ-অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনা গত ৫ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান নিয়েছেন। এরপর গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। তারপর থেকে একের পর এক দাবি আদায়ের আন্দোলনে নেমেছেন বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান-সংস্থার চাকরিজীবীরা। এরইমধ্যে দেখা দিয়েছে হঠাৎ বন্যা। ১২ জেলার পানিবন্দিদের উদ্ধার ও ত্রাণ দিয়ে সারা বাংলাদেশ যখন মানবতার দৃষ্টান্ত স্থাপন করছে, তখন অভিযোগ উঠেছে, দাবি আদায়ের নামে অনেকেই আটকে দিয়েছেন ত্রাণের গাড়ি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
হাসনাত বলেছেন, ‘এই সংকটের সুযোগ নিয়ে সরকারকে চেপে ধরে যারা দাবি আদায়ের জন্য আজকে রাস্তায় ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করছেন, তারা জাতির শত্রু।’
আজ রোববার (২৫ আগস্ট) বেলা ১টার দিকে হাসনাত পোস্টটিতে এই মন্তব্য করেন। এদিকে, আজ জানা গেছে, উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েক দিনের প্রবল বর্ষণে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে অনেকে।
এমন পরিস্থিতিতে বন্যাকবলিত এলাকায় শুকনা খাবার, রান্না করা খাবার, শিশুখাদ্য, ওষুধ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করছে অন্যান্য সংস্থা, প্রতিষ্ঠানের পাশাাপশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির গণত্রাণ কার্যক্রমে দেখা গেছে ত্রাণ নিয়ে মানুষের ঢল। তাদের কোটি কোটি টাকায় বণ্টন চলছে ত্রাণ। ঠিক সেই সময় ত্রাণের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে। এরপর আজ ক্ষোভ প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ।

এনটিভি অনলাইন ডেস্ক