ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০
ভিয়েতনামের মধ্যাঞ্চলে টানা কয়েক দিনের তুমুল বৃষ্টি ও ভূমিধসের ফলে মৃতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ১২ জন। আজ রোববার (২৩ নভেম্বর) দেশটির পরিবেশ মন্ত্রণালয় এ তথ্য জানায়।
গত অক্টোবরের শেষ দিক থেকেই এই অঞ্চলে অবিরাম ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে একাধিকবার আঘাত হেনেছে বন্যা। গত রোববার (১৬ নভেম্বর) থেকে ছয়টি প্রদেশে মোট ৯০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে পার্বত্য দাক লাক প্রদেশে। সেখানে এ পর্যন্ত ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এই প্রদেশে হাজার হাজার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।
৬১ বছর বয়সী কৃষক মাচ ভ্যান সি এএফপিকে জানান, বন্যার কারণে স্ত্রীসহ দুই রাত ধরে টিনের ছাউনিতে আটকে ছিলেন। তিনি বলেন, আমাদের পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে। কিছুই অবশিষ্ট নেই। সবকিছু কাদায় ঢেকে গেছে।
মাচ ভ্যান জানান, যখন তারা ছাদে ওঠেন, তখন বাঁচার কোনো পথ নেই ভেবে আর ভয় লাগছিল না। রোববার দাক লাকের চারটি অঞ্চল জলমগ্ন ছিল বলে জানিয়েছে মন্ত্রণালয়।
বন্যায় দাক লাকসহ পাঁচটি প্রদেশে ৮০ হাজার হেক্টরেরও বেশি ধান ও অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। এছাড়া ৩২ লক্ষাধিক গবাদি পশু বা হাঁস-মুরগি মারা গেছে অথবা ভেসে গেছে। পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এই বন্যায় পাঁচটি প্রদেশে আনুমানিক ৩৪ কোটি ৩০ লাখ ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে।
বন্যা ও ভূমিধসে বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোতে সরকার হেলিকপ্টারের মাধ্যমে সহায়তা পাঠাচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তুয়োই ত্রে নিউজ জানিয়েছে, সরকার দশ হাজারেরও বেশি কর্মী মোতায়েন করেছে, যারা ক্ষতিগ্রস্ত এলাকায় কাপড়, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ইনস্ট্যান্ট নুডলস ও অন্যান্য জরুরি সামগ্রী সরবরাহ করছে।
ভিয়েতনামের জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ভিয়েতনামে প্রাকৃতিক দুর্যোগে ২৭৯ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। এতে দুই বিলিয়ন ডলারেরও বেশি আর্থিক ক্ষতি হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক