ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ বন্যা এবং ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, এখনও কমপক্ষে ২৪ জন নিখোঁজ রয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।
গত কয়েকদিন ধরে প্রতিকূল আবহাওয়ার কারণে উত্তর সুমাত্রার বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যা এবং বড় ধরনের ভূমিধস হয়েছে। জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মকর্তা এমি ফ্রিজার জানিয়েছেন, সর্বশেষ হিসাব অনুযায়ী ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ছয়টি ভিন্ন ভিন্ন স্থানে এখনও ২৪ জন মানুষ নিখোঁজ রয়েছেন।
এমি ফ্রিজার বলেন, এই প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এবং টেলিযোগাযোগ ও বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হচ্ছে। বিচ্ছিন্ন এলাকাগুলোতে পৌঁছানোর জন্য ধ্বংসাবশেষ সরিয়ে রাস্তা পরিষ্কার করার কাজে মনোযোগ দেওয়া হচ্ছে।
এদিকে, প্রতিবেশী আচেহ প্রদেশেও গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধস হয়েছে। এতে প্রায় ১ হাজার ৫০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। একটি টাওয়ার ধসে পড়ায় ওই প্রদেশের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা সতর্ক করেছে, ‘সেনিয়ার’ নামে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, আগামী দিনগুলোতে এই অঞ্চলের আবহাওয়া আরও অবনতি হতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক