বন্যার্তদের জরুরি অর্থ সহায়তা দেবে যুক্তরাজ্য
বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি অর্থ সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। ফেনী, খাগড়াছড়ি ও নোয়াখালী জেলার বন্যাদুর্গতদের জন্য ৩৩ হাজার পাউন্ড অর্থাৎ, প্রায় ৫২ লাখ টাকা দিচ্ছে দেশটি।
এই এলাকাগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২ হাজারেরও বেশি মানুষ এই অর্থ সহায়তা পাবে। এই অর্থ সহায়তা দিয়ে জরুরি উদ্ধার কার্যক্রম, খাদ্য, নগদ অর্থ ও স্বাস্থ্যবিধি সেবা নিশ্চিত করা হবে।
অর্থ সহায়তার ব্যয় ব্যবস্থাপনায় সহায়তা করছে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও সেইভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল।