সিরাজগঞ্জে দোকান কর্মচারী হত্যায় চারজনের আমৃত্যু কারাদণ্ড
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দোকান কর্মচারিকে অপহরণের পর হত্যা ও অর্থলুটের অপরাধে চারজনকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া অপহরণের অপরাধে প্রত্যককে সাত বছরের বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকার অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এই রায় প্রদান করেন। জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার ও পেশকার মনোয়ার হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্তরা হলেন—সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার সাইফুল ইসলামের ছেলে ইসমাইল শেখ ওরফে রাসেল, ফরহাদ শেখের ছেলে রবিন, ফরিদ সেখের ছেলে নাহিদ ও আলম সেখের ছেলে আব্দুল মমিন। আসামিরা পলাতক রয়েছেন।
মামলার এজাহারসূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৫ জুন সিরাজগঞ্জ শহরের এসএস রোডের আলাউদ্দিন স্টোরের কর্মচারি শামিম সেখ দোকানের বকেয়া টাকা উত্তোলনের জন্য জেলার উল্লাপাড়ায় যান। পরে রাত ১০ টা পর্যন্ত তার সঙ্গে দোকান মালিক ও পরিবারের যোগাযোগ হয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন উল্লাপাড়া উপজেলার দক্ষিণপাড়া থেকে শামিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ বিষয়ে শামিমের বাবা শামসুল হক উল্লাপাড়া থানায় মামলা করেন। মামলা করার পর পুলিশ ইসমাইল শেখ ওরফে রাসেল শেখ, মো. রবিন, মো. নাহিদ ও মো. রিপনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতরা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত শেষে পুলিশ পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে। মামলা চলার সময় আদালত ১৪ জনের স্বাক্ষ্য নেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ চার আসামিকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দেন।