সমৃদ্ধির জন্য বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী পাকিস্তান
বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছে। আজ শুক্রবার (৩০ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে টেলিফোনে আলাপকালে এ বিষয়ে সম্মত হন দুই নেতা। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ সংবাদ জানানো হয়।
বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও ফোনালাপে একমত হন ড. ইউনূস ও শাহবাজ শরিফ।
প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ড. ইউনূসের অবদানের প্রশংসা করেন।
বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় সৃষ্ট ধ্বংসযজ্ঞে সমবেদনা প্রকাশ করেন শাহবাজ শরিফ। এ সময় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বের ওপর জোর দেন তিনি।
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক আদান-প্রদান ও জনগণের মধ্যে যোগাযোগ জোরদার করার জন্য গভীর আগ্রহ প্রকাশ করেন।
এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস টেলিফোনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ধন্যবাদ জানান।