ইলেক্ট্রিশিয়ান ইলিয়াস হত্যা : শেখ হাসিনাসহ ১০২ জনের বিরুদ্ধে মামলা
ইলেক্ট্রিশিয়ান ইলিয়াস হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মো. ফারুক খান নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী পুনম সরকার এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারক বাদীর জবানবন্দি শুনে ফৌজদারী কার্যবিধির ১৫৬ ধারা মোতাবেক মামলাটি আমলে নেওয়ার জন্য মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে(ওসি) নির্দেশ প্রদান করেছেন।
আইনজীবী আরও বলেন, মামলায় শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, ওবায়দুল কাদের, শেখ ফজলে নূর তাপস, মো. আসাদ্দুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, মো. সাদ্দাম হোসেন, শেখ ওয়ালি আসিফ ইনান, মো. হারুন-অর-রশিদ, বিপ্লব কুমার সরকার, মো. হাবিবুর রহমান, শেখ বজলুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সাদেক খান, মো. রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন, মো. বিপ্লব, আব্দুস সাত্তার ভূইয়া, মিয়া চান, আসিফ আহমেদ, তারেকুজ্জামান রাজীব, নুর মোহাম্মদ সেন্টু, মো. রিয়াজ মাহমুদ, মো. ফারুক. মো. রতন, শাহ আলম হোসেন জীবন, ফারুক খান অভি, অভি খান, মোকাম্মেল পঞ্চায়েত, রিয়াজ মীর, খোকন মীর, মো. ফিরোজ, মো. সোলেমান সোলে, মহিবুল্লাহ মৃধা, রুবেল কাজী, শাহ আলম কাজী, কামাল হাওলাদার, সাগর, সাইফুল ইসলাম ভিউ, অহিদ, এরশাদ, সেলিম, দেলোয়ার হোসেন, মো. হাসান, রাসেল, অমিক, আনোয়ার হোসেন, জেলাল হোসেন, মো. জাফর বেপারী, রনি বেপারী, আবু সায়েম শাহিন, জাকির হোসেন উকিল, শাহিন, কাল্লু, শাহাদাত হোসেন বাবু, জসিম শরীফ, বাবু ওরফে চায়না বাবু, হারিসুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ দিদার, সুমন মোল্লা, রাসেল ফকির, আরিফ বেপারী, রাতুল শরীফ, মোহাম্মদ লুৎফর মোল্লা, রায়হান মিয়া. মো. শরিফ, শাকিল বেপারী, লতিফ বেপারী, মোহাম্মদ হেলাল হোসেন, মো. ইকবাল হোসেন, হাজী আনোয়ার হোসেন, বাবুল মিয়া. মো. মান্নান, হোসেন মো. রনি, মো. জহিরুল ইসলাম নিউটন, সাবিনা আক্তার তুহিন, গুলশান আরা, মো. আমিনুল ইসলাম আমিন, রহমত উল্লাহ, মো. আমির, মো. গোলাম, মোসাম্মৎ নারগিস, ইয়াসিন মোল্লা, ইব্যাহিম মোল্লা, দিপু মোল্লা, এম এ কাদের ও এ এম শাহাদাত তাসনিম।