আবু সাঈদ হত্যা : বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
রংপুরে আবু সাঈদ হত্যা মামলার আসামি সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে আজ সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে পিবিআইর কাছে হস্তান্তর করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। তাদের গ্রেপ্তর দেখানো হয়েছে বলে পিবিআইয়ের পুলিশ সুপার এস এম জাকির হোসেন এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
গত ১৬ জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। এই ঘটনায় আবু সাঈদের বড় ভাই রমজান আলী আদালতে একটি হত্যা মামলা করেন। এ মামলার প্রধান আসামি রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইনে কর্মরত এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে পিআইবিয়ের তদন্তকারী কর্মকর্তা রিকুইজিশন দিলে আজ দুপুরে আসামিদের তাদের হস্তান্তর করেন আরএমপি।
হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপির উপকমিশনার (অ্যাডমিন) আবু বকর সিদ্দিক। এদিকে ১৭ জুলাই আরএমপি গঠিত অনুসন্ধান কমিটি আবু সাঈদ হত্যায় এই দুজন পুলিশকে দায়ী করে প্রতিবেদন দেয় গত ৩ আগস্ট। এরপর তাদের বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লজ করে রাখা হয়। এ পুলিশ দুজনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে শহীদ আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক তদন্ত শুরু করল পিবিআই।