বিএনপির যুগ্ম মহাসচিব সোহেলসহ ১৭ জন খালাস
রাজধানীর গুলিস্তানে বাস পুড়িয়ে নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেলসহ ১৭ জনকে খালাস দিয়েছেন আদালত।
আজ বুধবার (২৩ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ এই রায় ঘোষণা করেন। এদিন আসামিদের বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাদের খালাস দেন।
এ বিষয়ে হাবীব উন নবী খান সোহেলের আইনজীবী জাকির হোসেন জুয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে আদালতে একজন সাক্ষ্য দেন। দীর্ঘদিন আদালতে সাক্ষী না আসায় আদালত আজ (২৩ অক্টোবর) সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করে রায় ঘোষণা করেন বিচারক।
এজাহার থেকে জানা গেছে, ২০১৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর গুলিস্তান এলাকায় বিএনপির নেতাকর্মীরা মিছিল থেকে যাত্রীবাহী বাসে আগুন দেয়। এতে তাৎক্ষণিক বাসের চালক, হেলপার ও যাত্রীরা বাস থেকে নেমে রক্ষা পায়।
এ ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হানুল ইসলাম সৈকত বাদী হয়ে মামলা করেন। পরবর্তীতে ২০১৬ সালের ৪ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশ। এরপর ২০১৯ সালের ১৩ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।