বিএনপি নেতাদের সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের বৈঠক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/11/10/bnp_1.jpg)
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রোববার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে বৈঠক করেন সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো। ছবি : এনটিভি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো। আজ রোববার (১০ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লো ও সিঙ্গাপুর হাইকমিশনের ঢাকা ডেস্ক অফিসার রাহুল আব্রাহাম।
এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টার আন্তর্জাতিক কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টার সহ-আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ড. এনামুল হক চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা সহ-আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ।