ময়মনসিংহে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩
ময়মনসিংহে যৌথবাহিনীর অভিযানে বিপুল দেশি অস্ত্র-গুলি ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মেহেদী হাসান নাদিম ও তার দুই সহযোগী শামীম মিয়া (২৫) ও আলমগীর কবির (৪৮)।
গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে মাসকান্দা বিসিক শিল্পনগরীতে নাদিমের বাসায় এ অভিযান চালানো হয়।
ময়মনসিংহের কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানান, মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে মাসকান্দা বিসিক শিল্পনগরীতে নাদিমের বাসায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় নাদিমের বাসা থেকে ইয়ারগানের গুলি, ৭০০ ইয়াবা বড়িসহ বিভিন্ন মাদক, অবৈধ পামওয়েলের ৯৯টি ড্রাম, চাপাতি, চাকু, ছুড়ি, ক্যামেরা, প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় নাদিমসহ তার দুই সহযোগীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ।
এর আগে ২০১৬ সালের ১৭ জানুয়ারি মেহেদী হাসান নাদিম ও তার দুই সহযোগী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। ওই সময় তার বাসা থেকে পিস্তল, গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম, বিপুল দেশি অস্ত্র উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় করা মামলা আদালতে বিচারাধীন রয়েছে।