বিরল সীমান্ত থেকে ধরে নেওয়া কৃষককে ফেরত দিয়েছে বিএসএফ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/01/24/dinajpur_0.jpg)
দিনাজপুরের ম্যাপ। ফাইল ছবি
দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি কৃষককে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে কৃষক আলামিনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আহসান উল ইসলাম।
এর আগে আজ সকাল সাড়ে ১০টায় এনায়েতপুর বিওপির পিলার নং ৩২৩-এর শূন্যরেখার কাছ থেকে কৃষক আল আমিনকে ধরে নিয়ে যান বিএসএফ সদস্যরা। আলামিন তখন কৃষিকাজ করছিলেন। তিনি দীপনগর গ্রামের আইজুদ্দিনের ছেলে।