মাসুদ বিশ্বাসসহ ৪ জনের আয়কর নথি জব্দ
বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাস, ঢাকা রেঞ্জের পুলিশ পরিদর্শক মীর মোহাম্মদ আবুল কালাম আযাদ ও তাঁর স্ত্রী সাবিনা ইয়াছমিন এবং ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের কন্যা ফারজানা রহমান ইপ্সিতা আয়কর নথি জব্দের আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ইপ্সিতার দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব ওই আদেশ দেন।
মাসুদ বিশ্বাসের নথি জব্দের আবেদনে বলা হয়, জ্ঞাত আয়বহির্ভূত এক কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকা সম্পদ ভোগদখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাঁর আয়কর নথি জব্দ করা প্রয়োজন।
আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রীর নথি জব্দের আবেদনে বলা হয়, আবুল কালাম জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫৯ লাখ ৯ হাজার ৫২৭ টাকা মূল্যের সম্পদ অবৈধ উপায়ে অর্জন করায় তাঁর বিরুদ্ধে দুদকের মামলা চলমান রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর ও স্ত্রী সাবিনা ইয়াসমিনের আয়কর নথি জব্দ করা প্রয়োজন।
এছাড়া, ইপ্সিতার আবেদনে বলা হয় দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান পূর্বে দুই কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ৬১১ টাকার সম্পদ গোপন ও জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫৩ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকা ভোগ দখলে রাখার অপরাধে তাঁর বিরুদ্ধে দুদক মামলা করেছে। মূল আয়কর নথির ২০১৩-১৪ হতে ২০২৩-২৪ বর্ষ পর্যন্ত যাবতীয় তথ্যাদি জব্দ করা প্রয়োজন।