পাবনায় শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক গ্রেপ্তার

পাবনা সদর উপজেলার গয়েশপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গতকাল সোমবার (১০ মার্চ) দিনগত রাতে পাবনা শহরের পৈলানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে শিশুটির মা বাদী হয়ে মামলাটি করেন। গ্রেপ্তার যুবকের নাম আফজাল হোসেন (৪৫)।
মামলা সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে ওই শিশুকে সঙ্গে নিয়ে তার মা গবাদি পশুর জন্য ঘাস কাটতে যায়। ঘাস কাটার এক পর্যায়ে অভিযুক্ত আফজাল শিশুকে আদর করতে করতে কোলে নিয়ে তার বাড়িতে নিয়ে যায়। কিছুক্ষণ পরে শিশুটির বড় বোন আফজালের বাড়িতে গেলে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করছে দেখে চিৎকার দেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আফজাল সেখান থেকে পালিয়ে যায়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে আফজালকে অভিযুক্ত করে সদর থানায় মামলা দায়ের করে। আফজালকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।