তিন কোটি টাকার ভারতীয় আতশবাজি ফেলে পালালো চোরাকারবারি

ঈদকে টার্গেট করে অসাধু ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারতীয় অবৈধ আতশবাজি নিয়ে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও বিজিবির সমন্বয়ে অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। অভিযানের বিষয়টি টের পেয়ে তিন কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় আতজবাজি ফেলে পালিয়ে গেছে চোরাকারবারিরা।
আজ শুক্রবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ। বিজিবির এই কর্মকর্তা জানান, জব্দকৃত মালামালের বাজার মূল্য তিন কোটি আট লাখ টাকা। অভিযান শেষে জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে কুমিল্লা বুড়িচং উপজেলার কাবিলা বাজারে পরিচালিত অভিযানে ১৪ লাখ ১৫ হাজার ৪০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ আতশবাজি এবং অবৈধ মালামাল বহনকারী একটি ট্রাক আটক করে টাস্কফোর্স।
স্থানীয়রা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অবৈধ মালামাল ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা।
টাস্কফোর্সের অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত।